আইন কমিশনকে শুরুতেই ধন্যবাদ দিই। কারণ, সরকার তাদের কাছে চায়নি, কিন্তু তারা ‘স্বতঃপ্রণোদিতভাবে’ একটি একক আইনের (ভূমি আইন, ২০২০) খসড়া তৈরি করেছে। প্রস্তাবিত আইনটি শুধু ভূমি বা সরকারি জমি নয়, নদী ও সাগরতীর, হাওর, খাল, বিল, জলাশয়, বনভূমি, গোচারণ ভূমি, রেলের জমি, সায়রাত মহাল (জলমহাল, চিংড়িমহাল, বালুমহাল, পাথরমহাল, হাটবাজার ব্যবস্থাপনা, ফেরিঘাট ইত্যাদি) সবটারই ব্যবস্থাপনা নতুন আইনটির আওতায় থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.