চট্টগ্রামের তিন মাঠ: খেলোয়াড় তৈরির সূতিকাগার, খেলাই এখন নির্বাসনে
এই মাঠেই অনুশীলন করে আর খেলে জাতীয় দলে সুযোগ পেয়ে নিজেদের মেলে ধরেছেন ক্রিকেটার আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, তামিম ইকবাল, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, নাজিম উদ্দিন, ফুটবলার আশীষ ভদ্রসহ অনেকেই।
চট্টগ্রামে খেলোয়াড় তৈরির সূতিকাগার হিসেবে পরিচিত এমএ আজিজ স্টেডিয়ামসংলগ্ন আউটার স্টেডিয়ামটির সেই সোনাঝরা দিন আর নেই। আশপাশে উন্নয়নের ছোঁয়া লাগলেও উপেক্ষিত এই মাঠ। অযত্ন-অবহেলায় মাঠে এখন হাঁটারও জো নেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.