তাইওয়ানের নানলিওয়াও সৈকতে ঘুড়ি উৎসবে অদ্ভুত এক কাণ্ড ঘটেছে। গত রোববার বিশালাকার একটি ঘুড়ি ওড়ানোর সময় তিন বছরের একটি মেয়ে জড়িয়ে যায় ঘুড়িতে।