প্রস্তাব এসেছে, তবে এখনই ট্রেনের ভাড়া বাড়ছে না: রেলমন্ত্রী
সর্বশেষ ২০১৬ সালে ভাড়া বাড়িয়েছিল বাংলাদেশ রেলওয়ে। চার বছর পর আরেক দফায় ভাড়া ভাড়া বাড়ানোর পরিকল্পনা করছে সংস্থাটি। সম্প্রতি রেলওয়ে ট্যারিফ কমিটির বৈঠকে নন-এসি আসনের ভাড়া ২৫ শতাংশ, এসি চেয়ার ও বার্থের ভাড়া ৮০ শতাংশ এবং পণ্যবাহী ও কনটেইনারবাহী ট্রেনে ২০ শতাংশ হারে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়। তবে এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। আজ সোমবার রেলভবনে ৫০টি ব্রডগেজ ও ৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যান ক্রয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই রেলের ভাড়া বাড়ছে না। আর এখন পর্যন্ত রেলের ভাড়া বাড়ানোর কোন সিদ্ধান্ত হয়নি।