নেতৃত্ব নিয়ে ঘোলা জলে বিশ্ব বাণিজ্য সংস্থা
প্রথম আলো
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০, ১২:৪০
গত জুলাইয়েই পদত্যাগ করার কথা জানান বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক রবার্তো আজেভেদো। আজ সোমবার থেকে তিনি আর এই দায়িত্বে থাকছেন না। যেহেতু সময়ের আগেই আজেভাদো পদত্যাগ করলেন, তাই এতে বেশ সংকটের পড়তে যাচ্ছে ডব্লিউটিও। কারণ অনেক জল্পনাকল্পনা চললেও কে হতে যাচ্ছেন পরবর্তী মহাপরিচালক, তা এখনো ঠিক হয়নি। এই পরিস্থিতি আগামী কয়েক মাস পর্যন্ত থাকতে পারে।