গবেষণা: হাই কমোড ব্যবহারে বাড়ছে কোলন ক্যান্সারের ঝুঁকি
মাত্র দু'দিন আগেই হলিউড অভিনেতা ব্ল্যাক প্যান্থার খ্যাত চ্যাডউইক বোসম্যান। মাত্র ৪৩ বছর বয়সে কোলন ক্যান্সারে মারা যান তিনি। এত কম বয়সে দুরারোগ্য এক রোগে মারা অভিনেতার মৃতি বেশ নাড়া দিয়ছে তরুণ সমাজে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে আলোচনাও করছেন। অনেকে আবার জানেনও না কোলন ক্যান্সার সম্পর্কে। এর আগে ২০১৩ সালে আমাদের দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক, চলচিত্রকার হুমায়ূন আহমেদ মারা যান এই ক্যান্সারে।
তখন একবার এই বিষয়ে মানুষের কৌতূহল দেখা গিয়েছিল। আগে সবার ধারণা ছিল বুঝি বেশি বয়স হলেই ক্যান্সারে আক্রান্ত হবে। তবে বর্তমানে এই সংখ্যা বেশি দেখা যাচ্ছে তরুণদের মধ্যে।