নৌপথে ত্রিপুরায় পণ্য যাবে ৫ সেপ্টেম্বর
আগামী ৫ সেপ্টেম্বর শনিবার প্রথমবারের মতো নৌপথে সিমেন্ট যাবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায়। কুমিল্লার দাউদকান্দি থেকে গোমতী নদী দিয়ে একই জেলার বিবিরবাজার হয়ে সীমান্ত অতিক্রম করবে সিমেন্টবাহী জাহাজ। পরে ত্রিপুরার সিপাইজলা জেলার সোনামুড়া এলাকায় পণ্য খালাস করা হবে। এটি পরীক্ষামূলক চালান। শিগগিরই এই নৌপথ নিয়মিত করা হবে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে।
বিআইডব্লিউটিএ সূত্রমতে, আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার ৫০ টন সিমেন্ট বা ১ হাজার ব্যাগ প্রিমিয়ার ব্র্যান্ডের সিমেন্ট নিয়ে দাউদকান্দি থেকে রওনা হবে এমভি প্রিমিয়ার নামের জাহাজ। ২৪ আগস্ট বিআইডব্লিউটিএ নতুন নৌপথটি দিয়ে পরীক্ষামূলকভাবে পণ্য রপ্তানির অনুমতি দেয়।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ত্রিপুরা
- পণ্য রফতানি