![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/08/29/yoshihide-suga-290820-01.jpg1/ALTERNATES/w640/yoshihide-suga-290820-01.jpg)
ইয়োশিহিদে সুগাই কি হচ্ছেন আবের উত্তরসূরি?
জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শিনজো আবের উত্তরসূরি হওয়ার দৌড়ে সুগাও অংশ নেবেন বলে জানিয়েছে।
জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শিনজো আবের উত্তরসূরি হওয়ার দৌড়ে সুগাও অংশ নেবেন বলে জানিয়েছে।