চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
গত সপ্তাহে চীনা কর্তৃপক্ষ, পাহাড়ি ঢলের আশঙ্কায় ছয় প্রদেশে এই বছরের প্রথম 'রেড অ্যালার্ট' জারি করে। যা দেশটির চার-স্তরের সতর্কতা ব্যবস্থার সবচেয়ে উচ্চমাত্রার সতর্ক সংকেত।
মঙ্গলবার পর্যন্ত বন্যা কবলিত এলাকাগুলো থেকে প্রায় ৮০ হাজার ৯০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ সদর দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত বন্যায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন।