![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/08/30/image-181216.jpg)
দম্পতির বয়স একত্রে ২১৫ বছর!
সাত বছর প্রেম করার পর বিয়ে করেছিলেন তারা। পরিবার মেনে না নেয়ায় গোপনে বন্ধুদের সাহায্যে হয়েছিল বিয়ের সমস্ত আয়োজন। আর সেই দম্পতির বিয়ের বয়স এখন ৭৯ বছর। সবচেয়ে বেশি বয়সি দম্পতি হিসেবে ইতিমধ্যে নিজেদের নাম লিখিয়েছেন গিনেজ বুক অফ ওয়াল্ডে। বলছি ইকুয়েডরের জুলিও সিজার মোরা এবং ওয়ালদ্বামিনা কুইনটেরোসের কথা।