৭৫ কোটি মশকনাশক মশক
প্রথম আলো
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০, ২০:৩৩
মশকনাশক মশক, না মোটেই মশকরা নয়। অচিরে এমনটি হতে যাচ্ছে। যদি প্রশ্ন করা হয়, আমাদের এই পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ, বিপজ্জনক প্রাণীটি কী? তাহলে অনেকেই করোনাভাইরাসের কথা বলতে চাইবেন। না, কোনো ভাইরাসকে এ জন্য দায়ী করা যাবে না। কারণ, বিজ্ঞানীরা ভাইরাসকে জীব ও জড়র মাঝখানে স্থান দিয়েছেন। তাঁরা যেখানে ভাইরাসকে জীবিত বলতে নারাজ, সেখানে ‘প্রাণী’ বলা তো দূরের কথা।
- ট্যাগ:
- লাইফ
- জীবন রক্ষা
- মশা নিধন