প্লাজমা দিতে ঢাকায় ব্রাহ্মণবাড়িয়ার করোনাজয়ী ২০ পুলিশ
করোনাভাইরাসকে জয় করে প্লাজমা দিতে গেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২০ জন সদস্য। রোববার (৩০ আগস্ট) সকালে জেলা পুলিশ লাইন্স থেকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তারা।জেলা পুলিশ সূত্র জানিয়েছে, করোনাকালে ত্রাণ সামগ্রী বিতরণ ও জনসচেতনতা সৃষ্টিসহ নানা কার্যক্রম হাতে নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই জনসাধারণকে সুরক্ষা দিতে গিয়ে এখন পর্যন্ত জেলা পুলিশের ৪২ জন সদস্য আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে ৪০ জন সুস্থ হয়ে কাজে ফিরেছেন। বাকি দুইজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।