ব্যালন ডি’অর নিজেকে দিতেন লেভানদোভস্কি
এনটিভি
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০, ১৫:০০
এক মৌসুমে যতগুলো শিরোপা জেতা যায়, সবই জিতেছেন রবার্ট লেভানদোভস্কি। বায়ার্ন মিউনিখের হয়ে জিতেছেন ট্রেবল শিরোপা। প্রতিটিতেই সর্বোচ্চ গোলদাতা তিনি। সব মিলিয়ে এবারের ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার ছিলেন এই পোলিশ তারকা। কিন্তু করোনা মহামারির মধ্যে এবার পুরস্কারটি দিচ্ছে না ফ্রান্স ফুটবল সাময়িকী। এর জন্য আফসোস নেই লেভানদোভস্কির। তাঁর মতে, ব্যালন ডিঅর হলে সেটা তিনিই পেতেন। তাই কোনো সংকোচ না রেখে জানালেন, এবারের ব্যালন ডি’অর নিজেকেই দিতেন এই বায়ার্ন স্ট্রাইকার। ২০১৯-২০ মৌসুমে বুন্দেসলিগা, জার্মান কাপ ও ইউরোপসেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। প্রতিটিতেই বড় ভূমিকা রেখেছেন লেভ
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- পেশাদার ফুটবলার
- ব্যালন ডি’ অর