কোমর ভেঙেছে বগুড়ার চরবাসীর
পানি সরে গেছে, জেগে উঠেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। তবে কোথাও ফসলের চিহ্ন নেই। পাট, ধান, সবজি—সব পচে গেছে। দুই মাস বন্যায় তলিয়ে থাকা বগুড়ার সারিয়াকান্দির দুর্গম হাটবাড়ি চরে সম্প্রতি গিয়ে দেখা গেল এ চিত্র।
পানি সরে গেছে, জেগে উঠেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। তবে কোথাও ফসলের চিহ্ন নেই। পাট, ধান, সবজি—সব পচে গেছে। দুই মাস বন্যায় তলিয়ে থাকা বগুড়ার সারিয়াকান্দির দুর্গম হাটবাড়ি চরে সম্প্রতি গিয়ে দেখা গেল এ চিত্র।