কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অবতরণ ফি নিয়ে দ্বৈতনীতি, মোংলা বন্দরে আসছে না সিরামিকের কাঁচামাল

বণিক বার্তা মোংলা বন্দর প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০, ১২:০৪

খুলনা বিভাগসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বিভিন্ন শিল্পকারখানা গড়ে উঠলেও নির্মাণ কাজের জন্য অন্যতম উপাদান সিরামিক কারখানার উন্নয়ন বাধাগ্রহস্ত হচ্ছে। এতে খুলনা অঞ্চলে সিরামিকের দামও বেশী পড়ছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, সিরামিকের কাঁচামালের উপর থেকে ল্যান্ডিং চার্জ মওকুফ বা কমানো হলে মোংলা বন্দরের মাধ্যমে আরও বেশী কাঁচামাল আমদানি করা সম্ভব হবে। এতে এই অঞ্চলের অর্থনীতির চাকার আরও বেশী সচল হবে। দেশের দুই প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মোংলা বন্দরের দ্বৈত নীতির কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন এই অঞ্চলের আমদানিকারক ও ব্যবসায়ীরা। তারা চট্টগ্রাম বন্দরের মতো মোংলা বন্দরের অবতরণ ফি (ল্যান্ডিং চার্জ) মওকুফের দাবি জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও