মুখর হোসেনী দালান চত্বর

মানবজমিন হোসেনি দালান প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০, ১০:৫৯

আশুরা উপলক্ষে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনী দালান চত্বরে এ বছর সীমিত করা হয়েছে নানা আনুষ্ঠানিকতা। আজ রোববার সকাল থেকেই ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে চত্বর। এবার সব আনুষ্ঠানিকতা ইমামবাড়াকে ঘিরেই। করোনাভাইরাস  মহামারির কারণে শত শত বছরের ঐতিহ্য ভেঙে প্রথমবারের মত শহরজুড়ে হচ্ছে না শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল।ইমামবাড়া কর্তৃপক্ষ জানায়, আশুরাকে ঘিরে সকাল থেকেই চলছে প্রস্তুতি। ইমামবাড়ার ভেতরে সাজানো হয়েছে তাজিয়া। মিছিলে অংশ নিতে বিপুল সংখ্যক নারী ও শিশুরা এসেছেন। সকাল ১০টার দিকে মিছিল হোসেনী দালান চত্বরে প্রদক্ষিণ করে। হোসেনী দালান প্রবেশ মুখে ব্যারিকেড দেয়া হয়েছে। সড়কে  টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একেকজনকে পরীক্ষা করে তারপর ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। এবছর মিছিল না করলেও কালো কাবুলি ও পাঞ্জাবি পরে ঘোরাফেরা করছেন তরুণরা । তরুণীরা কাল সালোয়ার কামিজ পরে উৎসবে অংশ নিয়েছেন। হাতে আলাম নিয়ে তারা মিছিলের জন্য অপেক্ষা করছিলেন। তবে অনেককেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। মানছেন না সামাজিক দূরত্ব।হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাতবরণ করেন।কারবালার বিয়োগাত্মক ঘটনা স্মরণে প্রতিবছর মহররম মাসের শুরু থেকেই শোক পালন করেন শিয়া মতাদর্শীরা। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বিশেষ মোনাজাত, দোয়া মাহফিল ও কোরআনখানি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও