শিশুরা যাতে মানসিক অবসাদে না ভুগে সেদিকে লক্ষ্য রাখতে হবে
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, করোনাকালে কোমলমতি শিশু-কিশোররা যাতে মানসিক অবসাদে না ভুগে এবং সবসময় উৎফুল্ল থাকে সে ব্যাপারে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ফেসবুক আসক্তি যেন তাদের যন্ত্র নির্ভর না করে ও সৃজনশীলতাকে গ্রাস না করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তিনি গতকাল শনিবার বিকেলে নগরীর চন্দনপুরাস্থ সাফা অর্কিড কনভেনশন হলে অনুষ্ঠিত রাফি স্মৃতি সংসদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।