![](https://media.priyo.com/img/500x/https://www.anandabazar.com/polopoly_fs/1.1196155!/image/image.jpg)
বিশ্বকাপে খেলাই স্বপ্ন সন্দেশের
হকির জাদুকর তিনি। অলিম্পিক্সের তিনটি সোনা তাঁর দখলে। সেই ধ্যানচাঁদের জন্মদিন পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস হিসেবে। এই দিনে পুরস্কৃত করা হয় রাজীব গাঁধী খেলরত্ন, অর্জুন, ধ্যানচাঁদ, দ্রোণাচার্যদের। অথচ এখনও ভারতরত্ন দেওয়া হয়নি ধ্যানচাঁদকে। কিংবদন্তি হকি তারকার ১১৫তম জন্মদিনে আরও একবার উঠে এল সেই বিতর্ক।