বন্ধ ভাতা কাটাছেঁড়া বেতন, বিমানের ক্রুদের দুর্বিষহ জীবন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ১৯:৫৭
আগের মতো ফ্লাইট নেই, প্রতিষ্ঠানের আয়ও নেই। এই অজুহাতে দু-একটি বাদে বন্ধ হয়েছে প্রায় সব ভাতা। কাটা-ছেঁড়ার পর মাসিক বেতনের পরিমাণ ঠেকেছে তলানিতে। স্বাভাবিক জীবন-যাপন তো দূরের কথা, মাস শেষে বাড়িভাড়া দিতেই হিমশিম খাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুরা। এর সঙ্গে বাড়তি যোগ হয়েছে এয়ারলাইন্স প্রশাসনের নির্দেশনা অনুসারে, বিমানবন্দরের আশপাশে বাড়িভাড়া নেয়ার দুশ্চিন্তাও।বিশ্বের সম্মানজনক ও শীর্ষ শ্রেণির পেশার মধ্যে ‘কেবিন ক্রু’, ‘স্টুয়ার্ড’, ‘এয়ার হোস্টেস’ পদবির চাকরি অন্যতম। আকাশছোঁয়ার স্বপ্ন নিয়ে যারা বিমানের এই পদগুলোতে যোগদান করেছিলেন তারা এখন হতাশ হয়ে পড়েছেন। জীবনযাপন করছেন অস্বস্তি নিয়ে।