সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ সহ তিন মাদক ব্যবসায়ী আটক
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় অফিসার চয়েস মদ, প্লাটিনা মোটরসাইকেলসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে বর্ডারগার্ট বিজিবি। আটককৃতরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বিরেন্দ নগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো.জোনায়েদ হাসান (১৯), একই গ্রামের লাল মিয়ার ছেলে আলী আকবর (১৯) এবং হোসেন আলীর ছেলে শাহাদাৎ হোসেন (১৯)। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ট ব্যাটালিয়নের অধিন্যাস্হ মাটিরাবন্দ বিওপির হাবিলদার মো. গোলাম মোস্তফার নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১১৯০/৯ এসের নিকট বাকাতলা নামক স্হান থেকে ১২ বোতল অফিসার চয়েস মদসহ তাদের আটক করে। পরে তাদের তল্লাশি চালিয়ে নগদ ১ হাজার টাকা এবং তাদের ব্যাহৃত একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করে। যার বাজার মূল্য ধরা হয়েছে ১লাখ ৩৯ হাজার টাকা। সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন বলেন, আটককৃত মাদক ব্যাবসায়িদের বিরোদ্ধে থানায় মামলার প্রস্ততি চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.