কোভিড তদারকিতে চিকিৎসক নয়, আমলানির্ভর কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের!
কোভিড-১৯ বিষয়ক প্রায় অর্ধশতাধিক কমিটি গঠনের পর স্বাস্থ্য মন্ত্রণালয় সেসব তদারকিতে একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে টাস্কফোর্স গঠন করে। যাদের কর্মপরিধিতে বলা আছে, কোভিড-১৯ প্রতিরোধে এবং আক্রান্ত রোগীদের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যসেবা বিভাগের এ পর্যন্ত গঠিত কমিটিগুলোর কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি করবেন তারা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসক নেতারা বলছেন, এই টাস্কফোর্সে একজন চিকিৎসককেও রাখা হয়নি।