পুলওয়ামা হামলার পর ৪৩ জন যুবক জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মহম্মদে যোগ দিয়েছে : সূত্র
গত বছরের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama) ভারতের আধা সামরিক বাহিনীর জওয়ানদের টহলদারী গাড়ি লক্ষ্য করে যে আত্মঘাতী হামলা হয় তারই (Pulwama Attack) একটি ভিডিও করে জঙ্গি মনোভাবাপন্ন মানুষজনের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ফেঁদেছিলো হামলার সঙ্গে জড়িত জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠী। ভবিষ্যতে যাতে একইধরণের হামলা চালানো যায় তারও ছক কষছিলো তাঁরা (Jaish-e-Mohammed)। কিন্তু ভারতীয় বায়ুসেনা বালাকোটে জয়েশের গোপন ঘাঁটির উপর বোমা ফেলে সেগুলো ধ্বংস করে দেওয়ার ফলে তাঁদের সেই পরিকল্পনা বানচাল হয়ে যায়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জঙ্গী সংগঠন
- হামলায় নিহত