কুয়েত ছাড়তে হবে ‘বিশ্ববিদ্যালয় ডিগ্রি ছাড়া’ ষাটোর্ধ্ব বাংলাদেশিদের

বিডি নিউজ ২৪ কুয়েত প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ১২:২২

বিশ্ববিদ্যালয় ডিগ্রি নেই এমন ষাটোর্ধ্ব প্রবাসীদের আর কাজের অনুমতি না দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষ। গত সপ্তাহে মেধাভিত্তিক নতুন এ অভিবাসন আইনে দুশ্চিন্তায় পড়েছেন দেশটিতে বসবাসরত বয়স্ক বাংলাদেশিরাও। কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় ইংরেজি দৈনিক ‘আরব টাইমস’।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, ‘উপসাগরীয় দেশ কুয়েতে ৯৭ হাজার ৬১২ জন প্রবাসীর বয়স ৬০ বছর বা তার বেশি। এদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, কম শিক্ষাগত যোগ্যতা বা অনেকের একেবারেই শিক্ষাগত যোগ্যতা নেই। ফলে তাদের চলমান আকামা শেষ হয়ে গেলে পরবর্তী আকামা নবায়ন করবে না কুয়েত।’

ধারণা করা হচ্ছে এদের মধ্যে মিশরিয় প্রবাসীর সংখ্যাই বেশি। ষাটোর্ধ্ব বয়সি বাংলাদেশি প্রবাসীর সংখ্যা কম। তবে বাংলাদেশি যারা এখানে আছেন এদের অধিকাংশ বিভিন্ন ব্যবসায় নিয়োজিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও