কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তাজিয়া মিছিলে হামলার ৫ বছর : থমকে আছে বিচার

নয়া দিগন্ত ডিবি অফিস প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ১০:১৩

সাক্ষীর অভাবে থমকে আছে পুরান ঢাকার হোসেনী দালানে তাজিয়া মিছিলে বোমা হামলার বিচারপ্রক্রিয়া। এ হামলার পাঁচ বছরেও শেষ হয়নি বিচারকার্য। তবে এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আশাবাদী, করোনা পরিস্থিতি কেটে গেলে বিচারকার্য আবারো পুরোদমে শুরু হবে। তখন তারা বাকি সাক্ষীদেরও হাজির করতে পারবেন। দ্রুত সময়ে বিচারও শেষ হবে।

জানা গেছে, এ মামলায় সাক্ষীর সংখ্যা ৪৬ জন। কিন্তু গত বছর পর্যন্ত মাত্র ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়েছে। সর্বশেষ সাক্ষ্য গ্রহণ হয় গত বছরের ২২ অক্টোবর। এরপর ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে বেশ কয়েকটি নির্ধারিত শুনানির তারিখে রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির করতে পারেনি। এরই মধ্যে আরো একটি বছর চলে গেল; কিন্তু এখনো নতুন করে কারো সাক্ষ্য গ্রহণ করা হয়নি। ওই দিন বোমা হামলায় নিহত একজনের ভাই আবু সাইদ সাক্ষ্য দিয়েছিলেন। এরপর বেশ কয়েকটি তারিখ থাকলেও কোনো সাক্ষী আসেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও