আফগান শান্তি আলোচনা ব্যর্থ করতে নেপথ্যে কলকাঠি নাড়ছে পাকিস্তান?
আফগান সরকার ও তালেবান বিদ্রোহীদের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছিল। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তির সুবাতাস বইতে শুরু করেছিল। তবে হঠাৎ অজানা কারণে সেই প্রক্রিয়া থমকে গেছে। প্রশ্ন উঠছে আচমকা কেন থমকে গেল শান্তি আলোচনা? শান্তি প্রক্রিয়া ব্যর্থ করতে নেপথ্যে কলকাঠি নাড়ছে কারা?
গত ১৮ জুলাই ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ সম্পর্কিত ইউরোপীয় থিঙ্ক-ট্যাঙ্কের একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, আফগানিস্তানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তীব্র তালেবান-সহিংসতার সঙ্গে দোহায় আন্তঃ-আফগান আলোচনাকে ব্যর্থ করার ক্ষেত্রে নেপথ্যে পাকিস্তানের ভূমিকা রয়েছে।