অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে শক্তিশালী এক ঝড়ে চার বয়সী এক শিশুসহ অন্তত তিন জন নিহত হয়েছেন। তারা প্রত্যেকেই রাজ্যের রাজধানী মেলবোর্নের বাসিন্দা। ঝড়ে গাছ উপড়ে পড়ে প্রাণ গেছে তাদের। বৃহস্পতিবার ঘণ্টায় ১৫৮ কিলোমিটার গতিবেগ নিয়ে রাজ্যে আঘাত হানে ঝড়টি। রাজ্যজুড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে এর প্রভাবে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ৯৫ হাজার বাড়িতে। শুক্রবার রাজ্যের ৮৮ শহরতলির বাসিন্দাদের সতর্ক করা হয়েছে যে, ঝড়ের প্রভাবে সেখানকার পানি দূষিত হয়ে গেছে। এ খবর দিয়েছে বিবিসি।খবরে বলা হয়, ইতিমধ্যে করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রকোপে ভুগছে মেলবোর্ন। জানা গেছে, ঝড়ে উপরে পড়া গাছের নিচে চাপা পড়ে মারা গেছে শহরের ব্ল্যাকবার্ন সাউথ শহরতলির চার বছর বয়সী এক ছেলে। বাকি দুই নিহত হচ্ছেন ৫৯ বছর বয়সী এক বৃদ্ধ ও ৩৬ বছর বয়সী এক নারী। তাদের গাড়ির ওপর একটি গাছ উপড়ে পড়লে চাপা পড়ে মারা যান তারা।কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে শহরের একটি বাধ। সেখান থেকে অপরিশোধিত পানি প্রবেশ করেছে খাবার পানির লাইনে। সবমিলিয়ে এর ভুক্তভোগী হয়েছে ২ লাখ ৫০ হাজার পরিবার। তাদেরকে খাওয়ার আগে পানি ফুটিয়ে খেতে বলা হয়েছে।উল্লেখ্য, প্রায় দুই মাস ধরে করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউন চলছে মেলবোর্নে। দেশের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত শহর এটি। এখন অবধি ভিক্টোরিয়া রাজ্যেই মারা গেছেন পায় ৫০০ মানুষ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.