কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


জঙ্গিদের সঙ্গে অর্থ লেনদেনের অভিযোগে যুবক গ্রেপ্তার

জঙ্গি সন্দেহে রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগ। তার নাম শিব্বির আহমাদ (২২)। অভিযোগ রয়েছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠির সঙ্গে অর্থ লেনদেন করেছেন শিব্বির আহমাদ। আজ সিটিটিসি এই তথ্য জানিয়েছে।বৃহস্পতিবার বিকালে শিব্বিরকে আটকের সময় তার কাছ থেকে একটি মোবাইলফোন, পাঁচটি জিহাদি বই ও একটি ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ বই জব্দ করা হয়।সিটিটিসি সূত্রে জানা যায, শিব্বির আহমাদ নব্য জেএমবি’র প্রতিষ্ঠার শুরু থেকে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সংগঠনের মিডিয়া উইংয়ে কাজ করছিলো। নব্য জেএমবি’র এক সময়ের আমির মুসা’র সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক ছিলো। মুসা মারা যাওয়ার পর কিছুদিন নিষ্ক্রিয় থাকে সে। সিটিটিসি অভিযোগ করেছে, ২০১৮ সালে  পুনরায় অনলাইনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হয় শিব্বির। অনলাইনে বিভিন্ন আইডি ব্যবহার করে আইএস অনুপ্রাণিত বিদেশী বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে।বিভিন্ন কৌশল অবলম্বন করে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের আইএস অনুপ্রাণিত সদস্যদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। দেশে সংগঠনকে শক্তিশালী করা এবং নাশকতা মুলক কার্যক্রম পরিচালনার জন্য বিদেশের বিভিন্ন নাগরিকের কাছ থেকে বিভিন্ন উপায়ে অর্থ সংগ্রহ করে। এছাড়াও সিরিয়া ফেরত বিভিন্ন দেশের কিছু বিদেশী নাগরিকদের সঙ্গে অর্থ লেনদেন করেছে শিব্বির।সে ঢাকার বাসাবো সাইদিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০১৭ সালে দাখিল পাশ করে। পরে বিভিন্ন মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বের আড়ালে উগ্রবাদি ধারণার প্রচার ও জঙ্গি কার্যক্রম পরিচালনা করতো বলে অভিযোগ করেছে সিটিটিসি। তার বিরুদ্ধে সবুজবাগ থানায়  সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন