![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252F2a769819-ee05-47b1-954f-65f6295eed63%252Fonline_oporadh.jpg%3Foverlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
অবৈধ সম্পর্ক থাকায় সৌদিপ্রবাসীকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা
নারায়ণগঞ্জে অবৈধ সম্পর্ক থাকায় ক্ষুব্ধ হয়ে ছেলে, মেয়ে ও স্ত্রী মিলে সৌদিপ্রবাসী জামাল হোসেন (৫৪) নামের এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছেন। জামাল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর ওই তিনজন গতকাল বৃহস্পতিবার হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেন।