![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-77794992/pic.jpg)
সোনিয়ার বড় পদক্ষেপ, 'বিক্ষুব্ধ'দের চাপে রাখতে নিয়োগ ঘনিষ্ঠদের
১৪ সেপ্টেম্বর থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন বসতে চলেছে। তার আগে রাজ্যসভার কমিটিতে অহমদ পটেল, বেণুগোপালদের মতো বিশ্বস্ত প্রবীণ নেতাদের আনলেন দলনেত্রী সোনিয়া গান্ধী। এই পদক্ষেপের পিছনে রাজ্যসভায় আরও ভালো সমন্বয়ের কথা বলা হলেও, রাজনীতি অভিজ্ঞ মহলের মত, বিক্ষুব্ধ নেতাদের চাপে রাখতেই এই সিদ্ধান্ত।