মলমূত্র থেকেও ছড়াতে পারে করোনা
চীনের গুয়ানঝউ শহরের একটি পরিত্যক্ত টয়লেট থেকে করোনাভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়ার পর বিজ্ঞানীরা বলছেন, মানুষের মলমূত্র থেকেও ছড়াতে পারে করোনা। টয়লেটের ফ্ল্যাশ থেকে এই ভাইরাস ছড়াতে পারে- এমন সম্ভাবনার কথা আগেই বলেছিলেন তারা। জানা গেছে, গুয়ানঝউ শহরের একটি শৌচাগার দীর্ঘদিন ধরেই কেউ ব্যবহার না করলেও ওই শৌচাগারের নিচের ফ্লোরেই একটি ফ্ল্যাটে পাঁচজন বাসিন্দার কোভিড পজিটিভ হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, রোগীদের মলমূত্র থেকে ভাইরাস ছড়িয়েছে। আবাসনের পাইপের মাধ্যমে সেই ভাইরাস ওই টয়লেটে গিয়ে পৌঁছেছে বলে অনুমান। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গবেষকরা বলছেন, টয়লেট ফ্ল্যাশ থেকে ভাইরাস ছড়িয়ে পড়ছে।