ইরানে আশুরা উপলক্ষে শরীর রক্তাক্ত করলে শাস্তির বিধান
আবেগ বা শোক প্রকাশের নামে ইসলাম কোনো বাড়াবাড়ি পছন্দ করে না। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের কিছু মানুষ তাজিয়া মিছিলে শরীর থেকে রক্ত ঝড়ায়। এটি বন্ধ করার জন্য এবার শাস্তির বিধান করল ইরান। দেশটির সংবাদমাধ্যম পার্স টুডে এক প্রতিবেদনে জানায়, ইরানের সংবিধানের ইসলামী দণ্ড-বিধি অধ্যায়ের ৬১৮ ও ৬৩৮ ধারা অনুযায়ী, পবিত্র মোহররম ও আশুরার সময় কেউ প্রকাশ্যে শরীর রক্তাক্ত করে শোক প্রকাশ করেছে বলে প্রমাণিত হলে ওই ব্যক্তিকে নগদ অর্থ জরিমানা, নির্বাসন, চাবুকের প্রহার এবং কারাদণ্ডও দিতে পারবেন আদালত। ইসলামের বিধান অনুযায়ী ইবাদতের জন্য পোশাক, শরীর ও স্থান পবিত্র হওয়া জরুরি।