![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_2%2Fpublic%2Ffeature%2Fimages%2Fsinha_10.jpg%3Fitok%3DXZQLWamN)
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন আরও ২ এপিবিএন কনস্টেবল
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় র্যাবের হেফাজতে সাত দিনের রিমান্ডে থাকা অভিযুক্ত আসামি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাজাহান এবং কনস্টেবল সজীব আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন।
আদালতের একটি দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার কক্সবাজার জ্যৈষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ এর বিচারক তামান্না ফারাহ’র খাস কামরায় জবানবন্দি দিচ্ছেন এই দুই এপিবিএন সদস্য।
এর আগে গতকাল বুধবার একই আদালতে র্যাবের হেফাজতে সাত দিনের রিমান্ডে থাকা অপর অভিযুক্ত আসামি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল আবদুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানা যায়।