ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন
আলোচিত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিক মহড়া চলছে। এই অবস্থায় আকাশসীমা লঙ্ঘন করে মার্কিন গুপ্তচর বিমানের অনুপ্রবেশে সেখানে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ক্রমবর্ধমান এই উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করতে বুধবার দু'টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন। চীনের সামরিক বাহিনীর একটি সূত্র সাউথ চায়না মর্নিং পোস্টকে (এসসিএমপি) জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে নিজেদের জলসীমায় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন।