'গণধর্ষনের পর হত্যা'র শিকার কিশোরী জীবিত ফেরায় মামলার নথি তলব
স্বীকারোক্তিমূলক জবানবন্দী অনুযায়ী গণধর্ষনের পর হত্যার শিকার নারায়ণগঞ্জের কিশোরীর জীবিত ফেরত আসার প্রেক্ষাপটে তার বাবার করা অপহরণ মামলার সকল নথি তলব করেছেন হাইকোর্ট।
ওই কিশোরী জীবিত ফেরত আসা, আবার তাকে হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীর প্রেক্ষাপটে করা এক রিভিশন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই তলব আদেশ দেয়। আজ আদালতে রিভিশন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পী।
আজ আদালত তার আদেশে, আসামীদের জবানবন্দিসহ অপহরণ মামলার সকল নথিপত্র হাইকোর্টে পাঠাতে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়ঢাল ম্যাজিস্ট্রেটের প্রতি নির্দেশ দিয়েছেন। সেই সাথে এই মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা (পরিদর্শক অপারেশন) আব্দুল হাইকে মামলার সিডিসহ আগামি ১৭ সেপ্টেম্বর হাইকোর্টে হাজির হতে বলেছেন এবং মামলার সাবেক তদন্ত কর্মকর্তা (উপ-পরিদর্শক) শামীম আল মামুনকে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।