সরাইলের পল্লী এলাকা জয়ধরকান্দি গ্রামে ৫ দিন ধরে পানিতে ভাসছে ফুল বানু (৮১) নামীয় এক নারীর লাশ। স্থানীয় লোকজন বা পুলিশ কেউই এতদিন ওই লাশ উদ্ধারের কোনো উদ্যোগ নেননি। অবশেষে বুধবার সকালে লাশের পরিচয় মিলেছে। ওই মহিলা হলেন জয়ধরকান্দি গ্রামের প্রয়াত আলাবক্সের স্ত্রী। গত শনিবার সকালে লোকজন গ্রামের উত্তর দিকের পূর্ব-পাশের ফসলি জমির পানির উপরে এক মহিলার লাশ ভাসতে দেখেন। ভয়ে কেউ লাশের কাছে যাননি। স্থানীয় চৌকিদারের মাধ্যমে পুলিশকে খবর দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু ৫ দিনের মধ্যে কেউ লাশটি উদ্ধার বা শনাক্তের চেষ্টা করেননি। অবশেষে গতকাল সকালে কয়েকজন লোক ভাসমান অবস্থায়ই লাশটি শনাক্ত করতে সক্ষম হয়। লাশটি হচ্ছে গ্রামের আলাবক্সের স্ত্রী ফুলবানু। ফুলবানুর দুই তরফে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ধারণা করা হচ্ছে জায়গা জমি সংক্রান্ত বিরোধের কারণেই ফুলবানুকে হত্যা করা হয়ে থাকতে পারে। মহিলার ভাইপো ওবায়দুল বলেন, গত শনিবার থেকেই লাশটি পানিতে ভাসছিল। শনাক্তের বিষয়ে কেউ তেমন গুরুত্ব দেয়নি। ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সালাহ উদ্দিন বলেন, লাশটি ৩ দিন ধরে পানিতে ভাসছে। ফোলে গেছে। প্রথম দিকে মহিষবের গ্রামের সীমানায় ছিল বলে মনে হয়েছে। তবে গতকাল মঙ্গলবার বিকালের দিকে আমাদের কাছে এসেছে লাশটি। আজ (বুধবার) সকালে গ্রামবাসী লাশের কাছে গিয়ে শনাক্ত করে। প্রশাসনকে লাশ শনাক্তের বিষয়টি জানিয়েছি। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএমএম নাজমুল আহমেদ বলেন, তিনদিন ধরে মহিলা নিখোঁজের মেসেজ দিয়েছিল স্থানীয়রা। আর (আজ) গতকাল লাশের খবর পেলাম। আমরা ব্যবস্থা নিচ্ছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.