সিংহকে ট্রেনের নিচে দিয়ে ‘ফেকনিউজ’ বিরোধী ভারতীয় পুলিশের অভিনব প্রচারণা
ভারতে পুলিশের পক্ষ থেকে সম্প্রতি মজার মজার ভিডিও তৈরি করে টুইট করা হচ্ছে। কখনো তা সচেতনতা সৃষ্টি করতে, আবার কখনো তা মজার স্রোতে জনগণকে অংশ নিতে। তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফেকনিউজ’ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে অভিনব এক ভিডিও ছেড়েছে হায়দরাবাদের রাচাকোন্ডা পুলিশ।
ভিডিওতে দেখা যায়, রেল লাইনের উপর শুয়ে রয়েছে একটি সিংহ। দূর থেকে একটি ট্রেনও আসতে দেখা যাচ্ছে ওই লাইন দিয়েই। কিন্তু সরে দাঁড়াতে কোনো আগ্রহ নেই সিংহটির। এক সময় ট্রেনটি গতি না কমিয়ে সিংহটি উপর দিয়ে চলে যায়।