You have reached your daily news limit

Please log in to continue


করোনামুক্ত হয়ে প্লাজমা দিলেন রুমিন ফারহানা

করোনামুক্ত হয়ে রাজধানীর নগর গণস্বাস্থ্য কেন্দ্রে প্লাজমা দিলেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ বুধবার রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারে প্লাজমা দেন তিনি।পরে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, যে মুহূর্তে জানতে পেরেছি আমি করোনা পজিটিভ, সঙ্গে সঙ্গে ফেসবুকে জানিয়েছি। আমি চাই, একজন মানুষও যেন করোনার বিষয়ে হেজিটেড (ইতস্তত) না করে। এখানে লজ্জার কিছু নেই। আপনি আক্রান্ত হলে আপনার পরিবার ঝুঁকিতে পড়ে, প্রতিবেশী ঝুঁকিতে পড়ে, বন্ধু-বান্ধব ঝুঁকিতে পড়ে। এজন্য এটা লুকাবেন না। যখন আপনি সুস্থ হয়ে যাবেন, নেগেটিভ পাবেন, তখন যত দ্রুত সম্ভব প্লাজমা দেন। আমাদের অক্সিজেনের অভাব, ভ্যান্টিলেটরের অভাব।তিনি আরো বলেন, আমাদের দেশের মানুষের এখনও অত অর্থবিত্ত হয়নি যে, প্রতিদিন এক লাখ টাকা দিয়ে ভ্যান্টিলেটর নিতে পারে। আমাদের সরকারি ব্যবস্থাপনা একেবারেই ভেঙে পড়েছে। ওটা নিয়ে আর কথা না বলি। এজন্য আমরা যদি পরস্পরের পাশে না দাঁড়াই, তাহলে কেউ বাঁচাতে পারবে না। যখন জানতে পেরেছি আমি নেগেটিভ, তখন চিন্তা করেছি কীভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আজকে আমি প্লাজমা দিয়েছি। এটা দিয়ে পাঁচজন উপকৃত হবেন। এটা আমার বড় পাওয়া।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন