![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/08/26/image-180602.jpg)
নকিয়া ফিচার ফোন এক চার্জে চলবে ২৪ দিন
ঢাকা টাইমস
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০, ০৯:০৯
নতুন দুই ফিচার ফোন আনল এইচএমডি গ্লোবালের মালিকানাধীন প্রতিষ্ঠান নকিয়া। এগুলো হলো নকিয়া ১২৫ এবং নকিয়া ১৫০ ২০২০ এডিশন। এই ফিচার ফোন দুটি ডুয়েল সিম সাপোর্টের সাথে এসেছে। এছাড়াও কোম্পানি দাবি করেছে ফোন দুটি ২৩.৪ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাবে।