জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ হাজার বৃক্ষরোপন কার্যক্রম শুরু
আমাদের সময়
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ২১:৪৭
বিভিন্ন প্রজাতির ৫০ হাজার বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়ে এখন পর্যন্ত ১০ হাজার বৃক্ষ রোপন করেছেন জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন।সংগঠনের সভাপতি সাংবাদিক হৃদয় দেবনাথ বলেন,আমাদের সংগঠনের উদ্যোগে মৌলভীবাজারের লাউয়াছড়া,প্রতিটি পুলিশ স্টেশন এবং হবিগঞ্জ জেলার সাতছড়ি জাতীয় উদ্যানসহ দুই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রীমঙ্গল সিলেট আঞ্চলিক সড়কের দুপাশে এই বৃক্ষ রোপন করা হয়।তবে বৃক্ষের মধ্যে ফলজ বনজ ও ওষুধি বৃক্ষকেই বেশি রোপন করে চলেছেন সংগঠনটি।