You have reached your daily news limit

Please log in to continue


১০ মহররমের বার্তা : সাহসের সাথে ত্যাগ স্বীকার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘মহররম’ কবিতা থেকে উদ্ধৃতি- ফিরে এল আজ সেই মহরম মাহিনা // ত্যাগ চাই, মর্সিয়া ক্রন্দন চাহিনা। // উষ্ণীষ কোরআনের হাতে তেগ আরবীর // দুনিয়াতে নত নয় মুসলিম কারো শির। // তবে শোন ঐ শোন বাজে কোথা দামামা // শমশের হাতে নাও, বাঁধ শিরে আমামা // বেজেছে নাকাড়া, হাঁকে নকিবের তুর্য্য // হুঁশিয়ার! ইসলাম ডুবে তব সূর্য্য ... ...। ১০ মহররমের গুরুত্ব বাংলাদেশে অনুসৃত হিজরি ক্যালেন্ডার মোতাবেক, এ বছর ১০ মহররম হচ্ছে রোববার ৩০ আগস্ট তথা ১৫ ভাদ্র ১৪২৭ বাংলা। মহররম মাসের ১০ তারিখ দ্বীন ইসলামের ইতিহাসে অনেকগুলো কারণে গুরুত্বপূর্ণ হলেও, আমাদের আবেগে, চিন্তাচেতনায় কারবালার ময়দানের ঘটনাটি সবচেয়ে বেশি উজ্জ্বল। তাই আজকের কলামের বৃহদংশ কারবালার ঘটনার সঙ্গে সম্পৃক্ত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন