You have reached your daily news limit

Please log in to continue


চীনে নকল গলফ সামগ্রীর রমরমা ব্যবসা, ব্যাপক অভিযান

নকল গলফ সামগ্রী ব্যবসা বন্ধে ব্যাপকভিত্তিক অভিযান শুরু করেছে চীনা কর্তৃপক্ষ। অভিযানে বেশ কয়েকটি এলাকা থেকে বিপুল পরিমান নকল সামগ্রী জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ১৫ জনকে। এরা টেলরমেড, পিং এবং টিটলিস্টের মতো নামী ব্র্যান্ডের নামে নকল গলফ সামগ্রী বিক্রি করে আসছিল। জানা গেছে, এ ধরনের বাণিজ্যের বিরুদ্ধে সাংহাই কর্তৃপক্ষ এবার ব্যাপকভিত্তিক অভিযান পরিচালনা করেছে। একযোগে চারটি শহরে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় গলফ ক্লাব, ক্লাব হেড, শ্যাফট, গ্রিপ এবং ব্যাগসহ ১ লাখ ২০ হাজারটি সামগ্রী জব্দ করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন