.tdi_2_b19.td-a-rec-img{text-align:left}.tdi_2_b19.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া কাজ করছেন দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’-এ। এবার এ তারকাদ্বয় জুটি বেঁধেই শুভেচ্ছাদূত হলেন মুঠোফোন নির্মাণ প্রতিষ্ঠান অপো’র। বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম ও ফারিয়া দুজনই। গত ২৩ আগস্ট এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন তারা। সেসময় সিয়াম-ফারিয়া ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অপো বাংলাদেশের পরিচালক মোহাম্মদ ইফতেখার সানি ও ঢাকা টকিজ এজেন্সির প্রধান রমিম রায়হান। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর এরইমধ্যে দুইটি বিজ্ঞাপন ও ওভিসিতে অংশ নিয়েছেন ফারিয়া ও সিয়াম। ফারিয়া বলেন, এটা খুবই আনন্দের যে, আমি ও সিয়াম দুজনই এই প্রতিষ্ঠানের প্রচার ও প্রসারে কাজ করব। আশা করি, দু’পক্ষের জন্যই বিষয়টি সুখকর হবে। সিয়াম আহমেদ বলেন, অপো আমার পছন্দের একটি ব্র্যান্ড। এরকম একটি প্রোডাক্টের সঙ্গে থাকতে পেরে সত্যি ভালো লাগছে। এর আগে অপোর এফ-১৫ প্রো মডেলের শুভেচ্ছাদূত ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। এক বছর প্রতিষ্ঠানটির হয়ে কাজ করেছেন ‘ঢাকা অ্যাটাক’ তারকা। এবার তাদের জন্য যুক্ত হলেন সিয়াম ও ফারিয়া।.tdi_3_b59.td-a-rec-img{text-align:left}.tdi_3_b59.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.