ডিগ্রি-মাস্টার্স পরীক্ষা নেওয়ার অনুমতি পেল কওমি মাদ্রাসা

দৈনিক আজাদী প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ১০:৫০

করোনাভাইরাস মহামারীর মধ্যেই দেশের কওমি মাদ্রাসাগুলোকে ‘স্বাস্থ্যবিধি মেনে’ ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আজকে একটা সিদ্ধান্ত হয়েছে। সেটা হল কওমি মাদ্রাসা আপিল করেছিল, তারা উপরের লেভেলের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়, সেটায় গভর্নমেন্ট এগ্রি করেছে। ওদের পরীক্ষাগুলো ডিগ্রি ও মাস্টার্স লেভেলের। জেনারেল মাদ্রাসা খুলবে না, ওই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। খবর বিডিনিউজের। উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীর কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে এই ছুটি চলবে বলে ঘোষণা দেওয়া আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও