করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমানকে ঢাকায় নেয়া হয়েছে। সোমবার সকাল ১০টায় এয়ার এম্বুলেন্সে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার ব্যক্তিগত সহকারি শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, সাংসদ ডা. মনসুর রহমান করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলেন। এরপর সাংসদ ডা. মনসুর রহমানকে সোমবার সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী শাহমুখদম বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করা হয়েছে। তার কাশি ছাড়া আর কোন উপসর্গ নেই। তবে তিনি শারীরিকভাবে খুব দুর্বলতা বোধ করছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত ২২শে আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ ভাইরোলজি ল্যাব সাংসদ ডা. মনসুর রহমানের নমুনা পরীক্ষা হয়। এতে তার করোনা পজেটিভ আসে। পরদিন দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ভিআইপি কেবিন-১ এ আইসোলেশনে রাখা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.