টাঙ্গাইলের মধুপুরে দুর্বৃত্তদের দেয়া বিষে সহস্রাধিক হাঁসের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পৌর এলাকার দূর্গাপুর গ্রামের পাঁচ পীরের দরগার ডোবার পাড়ে। সোমবার সকাল থেকে একের পর এক মরতে মরতে বিকলে পর্যন্ত এক হাজারের অধিক হাঁস মরে গেছে। খামারের মালিক পক্ষের ধারণা, ৪৯ দিন বয়সী হাঁসের খামারে রাতের কোন এক সময় খাবারের সাথে বিষ মিশিয়েছে দুর্বৃত্তরা। খামার মালিক আরিফ মানবজমিনকে জানান, খাকি ক্যাম্বেল জাতের ১ হাজার ১০০ হাঁসের ছানা নিয়ে গত ৮ই জুলাই কাকা শাহজামাল ও ভাই আলহাজের যৌথ প্রচেষ্টায় বাড়ির পাশেই ডোবার পাড়ে হাঁসের খামার গড়ে তুলেন। দেড় মাস ধরে তারা যত্ন নিয়ে যৌথ খামারকে এগিয়ে নিচ্ছেন। রোববার রাতে খামারের হাঁসগুলোকে যথারীতি খাবার খাইয়ে বাড়িতে চলে যান। সকালে খামারে গিয়ে তারা হতবাক হয়ে যান। রাত থেকে সকাল পর্যন্ত কয়েকশ হাঁস মরে পড়ে আছে। আস্তে আস্তে মৃতের সংখ্যা বাড়তে থাকে। মৃত্যুর কারণ জানতে একটি মৃত, দুটো জীবিত হাঁস নিয়ে ছুটেন মধুপুর প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে। সেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদের উপস্থিতিতে মৃত হাঁস চিরে বিষক্রিয়ার লক্ষণ পেয়েছেন। পরে প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যালয়ের দুজন দায়িত্বশীল ব্যক্তি খামার পরিদর্শন করে বাকি হাঁসগুলোও বিষক্রিয়ায় মারা গেছে বলে জানিয়ে গেছেন। উপজেলা প্রাসিম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদ গণমাধ্যমকে জানান, মৃত হাঁসগুলো খাবারের ত্রুটিতে এমন হতে পারে আবার টক্সিন সমস্যায়ও এমন হতে পারে।খামারের বাকি হাঁসের চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরও জানান, নিশ্চিত কি হয়েছে জানতে মৃত হাঁসের নমুনা ময়না তদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। মধুপুর থানার ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে অন্যরকম কিছু পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.