![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-77719150/pic.jpg)
২ মহিলাকে নিগ্রহে গ্রেফতার হরিয়ানার আইজি, জেল হেফাজতের নির্দেশ
nationদুই মহিলাকে নিগ্রহের দায়ে গ্রেফতার করা হল হরিয়ানার ইন্সপেক্টর জেনারেল হেমন্ত কালসনকে। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এর আগেও হেমন্ত কালসনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে।