You have reached your daily news limit

Please log in to continue


এমপি দবিরুল করোনায় আক্রান্ত

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঠাকুরগাঁও-২ এমপি দবিরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার  রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার। তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ২১শে অগাস্ট সাংসদ দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। পরীক্ষা-নীরিক্ষা শেষে রোববার সন্ধ্যায় দিনাজপুর থেকে প্রাপ্ত ফলাফলে সাংসদ দবিরুল ইসলাম কোভিড-১৯ পজিটিভ হন।ঠাকুরগাঁও ২ আসন থেকে সাত বার নির্বাচিত এ সংসদ সদস্য ছাড়াও এদিন জেলার সদর উপজেলায় তিনজন, বালিয়াডাঙ্গী উপজেলায় ছয় জন, পীরগঞ্জ উপজেলায় তিনজন, রাণীশংকৈল উপজেলায় দুইজন ও হরিপুর উপজেলায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান ডা. মাহফুজুর রহমান সরকার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন