You have reached your daily news limit

Please log in to continue


কর্কশ প্রশ্নই প্রাপ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের : বিল গেটস

গত মাসে মার্কিন কংগ্রেস শুনানিতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যে ধরনের সমালোচনার শিকার হয়েছে তা ‘তাদের প্রাপ্য’ বলেই মন্তব্য করেছেন মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। ‘আর্মচেয়ার এক্সপার্ট’ পডকাস্টে প্রয়াত অ্যাপল সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসকে একজন ‘জিনিয়াস’ হিসেবেও মূল্যায়ন করেছেন তিনি। পডকাস্টের সঞ্চালক ড্যাক্স শেফার্ডকে গেটস বলেন, ‘আপনি যদি আমার বা তাদের কারও মতো সফল হন তাহলে কর্কশ, অন্যায্য, জটিল প্রশ্নই আপনার প্রাপ্য। আপনার উপর চাপ দেওয়াটা সরকারের এখতিয়ার। অনেক বেশি সফল খাতেই এ ধরনের চাপ আসে। এটা ঠিকই আছে।’ অ্যান্টিট্রাস্ট তদন্তের অংশ হিসেবে ২৯ জুলাই শুনানিতে হাউস জুডিশিয়ারি কমিটির মুখোমুখি হয়েছেন অ্যাপল, গুগল, ফেইসবুক এবং অ্যামজন প্রধান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন