You have reached your daily news limit

Please log in to continue


আনুষ্ঠানিক সম্মতিপত্র পেলেই একনেকে উঠবে প্রকল্প : মোছলেম উদ্দিন

.tdi_2_b44.td-a-rec-img{text-align:left}.tdi_2_b44.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});কালুরঘাটে নতুন সেতু নির্মাণে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন বোয়ালখালীবাসী। নতুন এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয় লাভও করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। কথা অনুযায়ী কাজ। এবার সেতুটি নির্মাণে কাজ অনেক দূর এগিয়েছে বলে জানান তিনি। চট্টগ্রাম-৮ আসনের এই সাংসদ গতকাল আজাদীকে জানান, ‘কালুরঘাট সেতু নিয়ে আগে যে সমস্যা ছিল এখন সেই সমস্যা কেটে গেছে। আগে রেল মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আলাদা আলাদা করে সেতুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর চূড়ান্ত হয় রেল মন্ত্রণালয় তিন লেনের রেল কাম সড়ক সেতু নির্মাণ করবে। সেতুর এক লেনে রেল ও দুই লেনে যানবাহন চলাচল করবে। রেলওয়ে কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়াকে জানানো হয়েছে। এ নিয়ে এখন কাজ করছে কোরিয়ান সরকার। তাদের সিদ্ধান্ত পেলেই কাজ শুরু হবে কালুরঘাট সেতুর। সময়ক্ষেপণ আর হবে না। একেবারে কাছে চলে এসেছে।’ মোছলেম উদ্দিন আহমদ বলেন, ‘কিছুদিন আগে রেল মন্ত্রণালয়ে রেল মন্ত্রীর সাথে বৈঠক করেছি। তিনি মন্ত্রী জানিয়েছেন আগে শুধুমাত্র রেল সেতু করার ব্যাপারে দক্ষিণ কোরিয়া এগিয়ে এসেছিল। পরবর্তীতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর রেল কাম সড়ক সেতু করার সিদ্ধান্ত হলে বিষয়টি দক্ষিণ কোরিয়াকে জানানো হয়। এই ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্ত যাওয়ার পর দক্ষিণ কোরিয়া আবার আগ্রহ প্রকাশ করে। এখন তাদের সম্মতিপত্র পাওয়ার সাথে সাথেই প্রকল্পটি একনেকে উঠবে।’.tdi_3_e65.td-a-rec-img{text-align:left}.tdi_3_e65.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন