কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নগরীর চার সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালুর দাবি সুজনের

দৈনিক আজাদী চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০, ০৫:৫২

.tdi_2_866.td-a-rec-img{text-align:left}.tdi_2_866.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});নগরের গণপরিবহন ব্যবস্থা উন্নতকরণে চারটি গুরুত্বপূর্ণ সড়কে বিআরটিসি বাস সার্র্ভিস চালুর দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন। রুটগুলো হচ্ছে-ভাটিয়ারি থেকে ডিটি রোড হয়ে নিউমার্কেট, ফতেয়াবাদ থেকে মুরাদপুর দুই নম্বর গেইট ও টাইগারপাস হয়ে লালদীঘি, কালুরঘাট থেকে বহাদ্দারহাট আগ্রাবাদ হয়ে কাঠগড় এবং কাপ্তাই রাস্তার মাথা থেকে নিউ মার্কেট পর্যন্ত। চসিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে একটি উপানুষ্ঠানিক পত্র পাঠিয়েছিলেন চসিক প্রশাসক। এতে রুটগুলোতে বিআরটিসির বাস সার্ভিস চালুর অনুরোধ করা হয়। সর্বশেষ গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর চেয়ারম্যান মো. এহছানে এলাহীকে দেয়া আরেকটি উপানুষ্ঠানিক পত্রে রুটগুলোর জন্য ১৫টি একতলা নন-এসি বাস, ১০টি এসিবাস, ১০টি ডাবলডেকার বাস এবং ৫টি মিনিবাস সার্ভিসের চাহিদা প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে খোরশেদ আলম সুজন দৈনিক আজাদীকে বলেন, চারটি রুটে বিআরটিসির বাস সার্ভিস চালুর বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে জানিয়েছিলাম। তিনি বিআরটিসি’র চেয়ারম্যানকে বলে দিয়েছেন। আবার বিআরটিসি চেয়ারম্যানকেও একটি চিঠি দিয়েছি। তিনি বলেন, নগরে ৬০ লক্ষ লোকের বাস। গণপরিবহনের অপ্রতুলতা ও অনুন্নত ব্যবস্থাপনার কারণে প্রতিদিন কর্মমূখী লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন। সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিআরটিসি’র কিছু বাস শহরের বিভিন্ন রুটে পরিচালনা করা হলে এ ভোগান্তির কিছুটা হলেও লাঘব হবে। বর্তমানে শুধুমাত্র বহাদ্দারহাট টু ইপিজেড এবং বহাদ্দারহাট টু কাটগড় রুটে অল্প কয়েকটি বাস চালু রয়েছে। ফলে পুরো শহরে বেসরকারি ব্যবস্থাপনা পরিচালনার কারণে ক্ষেত্রবিশেষ অতিরিক্ত ভাড়া আদায় এবং অনুন্নত ও অপরিচ্ছন্ন গাড়ি দিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে।.tdi_3_58f.td-a-rec-img{text-align:left}.tdi_3_58f.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও